“যদি ঈশ্বর না-থাকে, তাহলে সবকিছুই অনুমোদিত” এই বক্তব্যটি যদিও দস্তয়ভস্কির ‘দ্য করামাজভ ব্রাদার্স’ উপন্যাসে আছে এমন ধারণাই সবচেয়ে বেশী (সার্ত্রে তাঁর ‘বিয়িং অ্যান্ড নাথিংনেস’ বইয়ে সে-রকমই প্রথম করেছিলেন), আসলে তা ঠিক নয়। বিশেষখ্যাত এই বচনের সবচেয়ে কাছাকাছি কয়েকটি উদাহরণ আছে মাত্র, যেমন, রাকিতিনের সাথে বিতর্কে দিমিত্রির দাবী (যখন সে আলিওশাকে বলছিলো): ‘কিন্তু তখন মানুষের কি […]