বাসনা সবসময়ই অন্যের উপর নির্ভরশীল। কারন, বাসনার বস্তুটি এখানে অদৃশ্য; আমরা জানি না কিসের জন্য এই বাসনা। অন্যভাবে বললে, বাসনা সবসময়ই অন্যের বাসনা; অন্যের চোখে গ্রহনযোগ্য হয়ে ওঠাই আমার বাসনা। বাসনার বস্তুটি অজানা বলে বাসনা কিন্তু থেমে নাই; বাসনার চরিত্রটিই হল এক গভীর অভাববোধ। তাই বাসনার দরকার হয় এষণা (জ্ঞান) যা মতাদর্শের আদলে সমাজ-রাজনীতির বয়ান […]